স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞান অবস্থায় এক মহিলাকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। গত সোমবার রাত ৯টার দিকে মাধবপুর পৌরসভার তিতাস হাসপাতালের সন্নিকটে একটি গাড়ি ওই মহিলাকে চাপা দেয়। এতে মহিলা গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন মাধবপুর থানা পুলিশকে ঘটনাটি জানায়। পুলিশ মহিলাকে উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। হাইওয়ে পুলিশ তাকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। গতকাল রাত ৯টার দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত মহিলা জ্ঞান ফিরে আসেনি। ফলে তার পরিচয় জানা যায়নি। মহিলার শরীরের বিভন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।