স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার এলাকায় এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে একদল দুর্বৃত্ত। এসময় ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তিতু মিয়া, মামুনুর রশীদকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশংকাজনক অবস্থায় তিতু মিয়াকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। গত সোমবার রাত ৮ টায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই এলাকার মা টেলিকমে পূর্ব বিরোধের জের ধরে কামড়াপুর গ্রামের মহসিন, সাদ্দাম, আলাই মিয়াসহ একদল লোক হামলা করে। এসময় তাদের আঘাতে তিতু মিয়া ও মামুন আহত হয়। আহতরা জানায়, দুর্বৃত্তরা তাদের দোকান থেকে মালামাল ও বিকাশের টাকা লুটপাট করে নেয়। এব্যাপারে দোকান মালিক সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।