স্টাফ রিপোর্টার ॥ সংসদ কমিটির সদস্য, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে বদ্ধ পরিকর। শিক্ষক-শিক্ষিকাদের সবধরণের সুবিধা নিশ্চিত করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু প্রয়োজন, সকলকে নিজ দায়িত্বের প্রতি যতœবান হওয়া।
সোমবার বেলা ১২টায় হবিগঞ্জ প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এ দুই দিনব্যাপি শিক্ষা মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শিক্ষকরা হচ্ছেন সমাজের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিত্ব। তাদেরকে নিজের সম্মানের প্রতি দৃষ্টি রেখে দায়িত্ব পালন করা উচিত। তারা সঠিকভাবে পাঠদান করলেই বর্তমান শিক্ষাবান্ধব সরকারের মহতী উদ্যোগগুলো শতভাগ বাস্তবায়ন হবে। এ সময় আন্তরিকতার সাথে পাঠদান করতে সকল শিক্ষকের প্রতি আহবান জানান তিনি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তৃতা করেন পিটিআই’র সুপারিনটেনডেন্ট মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন শহরের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনা বেগম। রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের ক্ষুদে শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
শিক্ষিকা গৌরি রায় জানান, জেলার ৮ উপজেলার ৮টি স্টলে রয়েছে মুক্তিযুদ্ধ, অমর একুশে, চারুকলা, আইসিটি ও প্রাথমিক এবং প্রাক প্রাথমিক বর্ণমালার অসংখ্য প্রদর্শনী। এছাড়াও সৃজনশীল পদ্ধতির অনুকরণে বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উভয়দিনেই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এতে জেলার বিভিন্ন স্থান থেকে শিক্ষক-শিক্ষিকাসহ দর্শনার্থীরা এসে ভীড় করেছেন।