স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভাটি অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি সুমেশ চন্দ্র দাস আর নেই। গতকাল সোমবার ভোর ৪টায় হবিগঞ্জ শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, স্ত্রী, আত্মীস্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চেয়ারম্যান থাকাকালীন সময় অবস্থায় সততা ও নিষ্ঠার মাধ্যমে নিজের সুনাম বৃদ্ধি করেন। এছাড়াও তিনি ভাটি এলাকার মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থেকেছেন। এজন্য সুমেশ চন্দ্র দাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পৈলারকান্দি ইউনিয়নসহ ভাটি এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে, জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সিনিয়র সদস্য ও নৃত্য প্রশিক্ষক সুজন চৌধুরীর পিতা সুমেশ চন্দ্র দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জীবন সংকেত নাট্যগোষ্ঠী। সভাপতি অনিরুদ্ধ কুমার ধর শান্তনু ও সাধারণ সম্পাদক অজেয় বিক্রম শিবু গতকাল সোমবার এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন। বিবৃতিতে তারা সুমেশ চন্দ্র দাসের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একইসাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিতে আরো বলা হয়, তাঁর মৃত্যুতে একজন অভিভাবক হারালো জীবন সংকেত।