স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে হবিগঞ্জে বঙ্গবন্ধু’র জীবনাদর্শ শীর্ষক আলোচনা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলা পুলিশ এর উদ্যোগে স্থানীয় আলহাজ্ব হামিদা খয়ের চৌধুরী ও মাহমুদা খাতুন হাফিজিয়া এতিমখানায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম)। বিশিষ্ট সমাজ সেবক খয়ের উদ্দিন চৌধুরী সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হকের পরিচালনায় আলোচনায় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ শৈলেন চাকমা, হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন-বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রজীবন থেকে মানুষের অধিকার আদায়ের স্বোচ্ছার ছিলেন। বঙ্গঁবন্ধুর ইস্পাত কঠিন মন ছিল। তিনি জীবনে কখনও কারো কাছে মাথানত করেননি। আদর্শ আচার-আচরণ নিয়ে জীবন জীবিকা নির্বাহ করেছেন সাধারণ ভাবে। আমাদের বঙ্গঁবন্ধুর জীবন অনুস্মরণ করে চলতে হবে। পরে পুলিশ সুপার এতিমদের নিয়ে প্রীতিভোজনে অংশ নেন।