মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা বাউল কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ১লা বৈশাখ উদযান উপলক্ষে র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাউল কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আলা উদ্দিন ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহ মুজাহিদ আলম এর নেতৃত্বে সকাল ৯ টায় গ্রামীণ বাদ্যযন্ত্র নিয়ে বিশাল একটি র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন শাহ, তাহিদ দেওয়ান, দেওয়ান শোয়েব রাজা, আমিনুল ইসলাম খান, শুকুর উল্বা, আলা হোসেন ঠাকুর, ইয়াছিন আরাফাত মিল্টন, বাউল আজিজুল, বাউল নুর উদ্দিন, সিজিল মিয়া, হারুন মিয়া, নাঈম গানপুরী, প্রবাসী সালেক মিয়া, বাউল আবুল হোসেন, শফিকুল, আলামিন, ফারুক মিয়া, লুকু মিয়া, শিপন হোম, হৃদয়, সাদেক মেম্বার, তাহেদ মিয়া, ডুলী শিশু সরকার, আব্দুল হাই, আব্দুল আলী, আব্দুল হান্নান, আতর আলী, লিটন, জিহানুর, সৌকত ঠাকুর, হোসেন মাম্মদ, আশরাফুল আলম মুছা, শাহ মুক্তাদির আলম মেহেদী।