প্রেস বিজ্ঞপ্তি ॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শচীন্দ্র কলেজে জাতীরজনক বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমান ৯৯ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল উদযাপন কমিটির উদ্যোগে আনন্দ র্যালী বের করা হয়। র্যালী কলেজ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র/ছাত্রী ও কর্মচারীগণ অংশ গ্রহন করেন। পরে উদযাপন কমিটির আহ্বায়ক প্রভাষক গৌতম সরকার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ এসকে ফরাশ উদ্দীন আহমেদ শরীফী। আলোচনা সভায় শিক্ষকদের মধ্যে বক্তৃতা করেন প্রভাষক মেহরাব হোসেন, প্রভাষক প্রসূন আচার্য্য, সহকারী অধ্যাপক্ষ অঞ্জুন কুমার সরকার, মানিক চন্দ্র ভট্টাচার্য্য, প্রবীন্দ্র সমাজপতি, শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করেন সাইফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক লতিফ হোসেন। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজ ছাত্র মর্তুজ আহমেদ, গীতাপাঠ করেন দূর্জয় রায়।