অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ থানার নূরপুর গ্রামে রুহেনা খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। ১৫ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৭টায় স্থানীয় লোকজনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘড়ের মারুলের সাথে গলায় ওরনা দিয়ে পেছানো রোহেনার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ থানার নূরপুর গ্রামের মকসুদ আলীর পুত্র মানিক মিয়ার সাথে দীর্ঘদিন যাবত সংসার করে আসছে রুহেনা। শুক্রবার সকালের দিকে রুহেনার আত্মীয়স্বজন খবর পেয়ে নূরপুর গ্রামে যায় গিয়ে লাশটি দেখতে পায়। রুহেনা খাতুন শায়েস্তাগঞ্জের চরনুর আহাম্মদ গ্রামের মৃত জমির আলী কন্যা। রুহেনার পরিবারের অভিযোগ তার স্বামী ও স্বামীর পরিবার মিলে হত্যা করে পরিকল্পিতভাবে লাশকে বাড়ির রান্না করার ঘরে ঝুলিয়ে রেখেছে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ময়না তদন্তের জন্য লাশটি হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।