স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট রেমা সীমান্তের তার কেটে ভারতে প্রবেশকালে এক যুবককে আটক করেছে বিজিবি। আটক যুবক গাজিপুর ইউনিয়নের আলীনগর গ্রামের ফিরুজ মিয়ার ছেলে ইকবাল মিয়া (৩৫)। রেমা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। গতকাল শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নায়েক সুবেদার মাহাবুব আলমের নেতৃত্বে একদল বিজিবি সীমান্তের মেইন পিলারের তার কাটার সময় ইকবাল মিয়াকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে দুপুরে ২টায় তাকে চুনারুঘাট থানায় সোপর্দকরা হয়।
এ ব্যাপারে নায়েক সুবেদার মাহাবুব আলম বলেন, ইকবাল দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে গরু চুরি করে আসছে, আমরা তাকে আটক করেছি তার সহযোগীরা পালিয়ে যায়, আমরা তাদেরকে ধরতে অভিযান অব্যাহত রেখেছি। চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, তার বিরুদ্ধে মামলা হয়েছে আমরা তাকে জেলহাজতে প্রেরণ করবো।