অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ১৪ মার্চ সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। প্রতিবারের মতো এবারও ষষ্ঠ-দশম শ্রেণী পর্যন্ত কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। স্কুল মাঠে সুশৃংখলভাবে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেন শিক্ষার্থীরা। এই ভোটের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচিত হবে। শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটাতে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান। নির্বাচন পর্যবেক্ষণ করেন একাডেমিক সুপারভাইজার জগদীশ দাশ তালুকদার, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মইনুল হাসান রতন, ক্রীড়া সম্পাদক কামরুল হাসান, সাংবাদিক অপু দাশ ও হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির পরিচালক নওরোজুল ইসলাম নওরোজ। নির্বাচনের সহযোগীতা করেন প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, সাজ্জাদুর রহমান সাজু ও দেবজানী ধর বর্ষা। শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চা তৈরি করতে ‘স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের’ আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চাসহ একে অপরকে সহযোগিতা করা, শ্রদ্ধা প্রদর্শন, শতভাগ শিক্ষার্থী ভর্তি ও ঝড়ে পড়া রোধে সহযোগিতা, পরিবেশ উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণ নিশ্চিতসহ ক্রীড়া, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত হয়। প্রতিষ্ঠানের পরিবেশ সংরক্ষণ-বিদ্যালয়, আঙিনা ও টয়লেট পরিষ্কার এবং বর্জ্য ব্যবস্থাপনা, পুস্তক ও শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও সহপাঠ কার্যক্রম, পানিসম্পদ, বৃক্ষ রোপণ ও বাগান তৈরি ইত্যাদি দিবস ও অনুষ্ঠান উদযাপন, অভ্যর্থনা ও আপ্যায়ন এবং আইসিটি এই ৮টি প্রধান দায়িত্বে আটজন নির্বাচিত প্রতিনিধি দায়িত্ব পালন করবেন।