বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

চুনারুঘাটে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে যুবতির বিষের বোতল হাতে অনশন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯
  • ৫১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট বিয়ের খবর পেয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে এক যুবতীর অনশন করছে। ঘটনাটি ঘটেছে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামে। প্রেমিকার অবস্থানের কথা জানার পর থেকেই প্রেমিক মোজাহের আলী জুয়েল (২৯) পলাতক। সে ওই গ্রামের হাছন আলীর ছেলে। অনশনরত যুবতী ঘনশ্যাম পুর গ্রামের মৃত আব্দুল মতিনের কন্যা (২৪)। এদিকে হয় বিয়ে, না হয় প্রেমিকের বাড়িতেই বিষপানে আত্মহত্যা করার আলটিমেটাম দিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন রুবি। এনিয়ে এলাকায় রসালো আলোচনার ঝড় ওঠেছে। প্রেমিকা রুবি জানায় দীর্ঘ ৪ বছর পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর পর থেকে তাদের বিভিন্ন এলাকায় প্রমোদ ভ্রমণ করে। এছাড়াও রুবিকে আরও কাছে পেতে জুয়েল হবিগঞ্জ কোর্টে বিগত ২৬-২-১৯ যার এফিডেভিট নং ৪৩ মুলে বিয়ে সংক্রান্ত এফিডেভিট করে। ইদানিং জুয়েল তার পরিবারের পছন্দমতে সিলেটের সুবিদবাজার জনৈক তার কালাতো বোনকে বিবাহ করবে জানাতে পেরে রুবি জুয়েলের বাড়িতে অনশন করে। তাদের এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন জুড়ো হতে থাকে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনার স্থলে গিয়ে স্থানীয় মুরুব্বীয়ানদের সাথে কথা বলে বিয়ের আশ্বাস দিলে ওই যুবতী অনশন তুলে নেয়। পরে স্থানীয় ইউপি সদস্য মোঃ অব্দুর রউফ এর জিম্মায় ওই যুবতী দেয়া হয়। রুবি আরও জানান, জুয়েল আমার জীবন নষ্ট করেছে। আমি তাকেই বিয়ে করব। তার সঙ্গে বিয়ে না দিলে এই বাড়িতেই আমি আত্মহত্যা করব। অনশনকারী মাতা রাবেয়া খাতুন জানান, জুয়েল নামে ছেলেটি আমার সহজ স্বরল মেয়েকে বিয়ের আশ্বাস দিয়ে অবৈধ সম্পর্ক গড়ে তোলে, সে ফুসলিয়ে নিয়ে বিভিন্ন স্থানে ঘর করে। আমরা জানতাম সে বিয়ে করেছে এখন সে কোর্ট এফিডেভিট অস্বীকার করছে। আমার মেয়েকে বিয়ে না করে মেয়েটির সর্বনাশ করে বাড়িতে পাঠায়। অবশেষে আমার মেয়ে বিষের বোতল হাতে নিয়ে বিয়ের দাবিতে ছেলের বাড়িতে অবস্থান নেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত সনজু চৌধুরী বলেন, স্থানীয়ভাবে অনশনের বিষয়টি সুরাহা জন্য আমার পরিষদের সদস্যকে দায়িত্ব দেয়া হয়েছে। সুরাহা না হলে ব্যবস্থা করা হবে। ছেলে ও তার পরিবার ওই মেয়েকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছে এনিয়ে আমরাও বিপাকে আছি। আব্দুর রউফ মেম্বার জানান, তাদের ঘটনা সত্য, প্রেমিকা রুবি আমার হেফাজতে রয়েছে, আগামী শুক্রবার আমরা বিষয়টি সমাধানের লক্ষ্যে বসব। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, বিষয়টি শুণেছি। থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com