স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ফৌজদারী আদালতের রেকর্ড রুমের নিষ্পতি হওয়ায় বিপুল পরিমান নথি আগুণে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩ টায় বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তানিয়া কামাল ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের উপস্থিতিতে আদালতের মাঠে ১১শত ১টি নথি আগুণে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আদালত সূত্রে জানা যায়, নথিগুলোর কার্যক্রম শেষ এবং ধ্বসযোগ্য হওয়ার কারণে নোটিশ বোর্ডে নথির তালিকা প্রদর্শনসহ প্রয়োজনীয় সকল পক্রিয়া সম্পন্ন করা হয়। এই কারণে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-এর আদেশ অনুসারে নথি ধ্বংস করা হয়। এবং ধ্বংসযোগ্য নথি চলমান থাকবে। এছাড়াও উপস্থিত ছিলেন, নাজির শাকিল আহমেদসহ অন্যান্য কর্মকর্তাগণ।