স্টাফ রিপোর্টার ॥ গরু চুরির মামলায় এক যুগ পলাতক থাকার পর অবশেষে দুলাশাহ’র ওরস থেকে ছোট মিয়া (৩০) নামে এক চোরকে আটক করেছে পুলিশ। সে সদর উপজেলার পইল গ্রামের ছমির মিয়ার পুত্র। গত মঙ্গলবার দিবাগত রাতে সদর থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ নাতিরাবাদ এলাকার দুলাশাহের ওরসে অভিযান চালিয়ে তাকে আটক করেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ১২ বছর আগে একটি গরু চুরি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।