স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর থেকে মোশাহিদ মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার নিকট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে মাদক দ্রব্য অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী ওই এলাকার পুরান হাটিতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। সে ওই এলাকার সাহাব উদ্দিনের পুত্র।