স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে এক ব্যক্তি তার স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ২৫ ফেব্র“য়ারি চুনারুঘাট উপজেলার গোরামী গ্রামের আব্দুল মতিনের কন্যা ফাহিমা আক্তার ও তার ছোট ভাই আমিনুল ইসলাম (২৫) শায়েস্তাগঞ্জ নিজগাও প্রবাসী রুমেল মিয়ার বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। আজ থেকে এক বছর আগে ফাহিমা আক্তারের সাথে প্রবাসী রুমেলের ভালবাসার সূত্র ধরে এফিডেভিটের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পর রুমেল জানতে পারে ফাহিমা আক্তার পরকীয়ায় আসক্ত। এ নিয়ে তাদের মাঝে কলহের সৃষ্টি হয়। ঘটনার দিন ২৫ ফেব্র“য়ারি স্বামী রুমেলকে ঘুমের ঔষধ খাইয়ে ভাই-বোন স্বর্ণলঙ্কার নিয়ে পালিয়ে যায়। বিচারক মামলাটি আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য শায়েস্তাগঞ্জ থানায় প্রেরণ করেন।