অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়ককের শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ব্রীজে ১ টি নাম্বার বিহীন সোহাগ পরিবহন সিএনজি অটোরিকক্সা সহ মোঃ শাজাহান মিয়া (২৬) ও সবুজ মিয়া (২৯) ২ চোর কে আটক করেছে স্থানীয় লোকজন।
গত ১০ মার্চ রবিবার রাতে বি-বাড়ীয়া জেলার নাসিরনগর থানার লক্ষিপুর গ্রামের সিরাজুল ইসলামের বাড়ি থেকে চুরি হয় সিএনজি অটোরিকক্সাটি। পরে সোমবার সকালে সিএনজিটি অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় নতুন ব্রীজে তাদেরকে আটক করে স্থানীয় লোকজন। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। শাজাহান বি-বাড়ীয়া জেলার নাসিরনগর থানার লপিুর গ্রামের বজলু মিয়ার পুত্র ও সবুজ মিয়া হবিগঞ্জ জেলার বাহুবল থানার হরিপাশা গ্রামের আব্দুল ওয়াহেদের পুত্র। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার সিএনজি চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।