প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী সেফু সংবাদপত্রে প্রদত্ত এক বিববৃতিতে বলেছেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের উপস্থিতির হার অনেক কম হওয়ায় প্রমাণ হয়েছে এ নির্বাচনের প্রতি জনগণের আস্থা নেই। দিনের বেশির ভাগ সময়ই অনেক কেন্দ্রে ভোটারদের উপস্থিতি শূণ্য থাকায় এ নির্বাচনের প্রতি মানুষের কোনই আগ্রহ ছিলনা। একতরফা নির্বাচন অনুষ্ঠানের সরকারের সিন্ধান্তকে জনগণ মেনে নেয়নি। তাই তারা ভোট কেন্দ্রে না গিয়ে সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে।