স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকা থেকে মাদক মামলায় পরোয়ানাভুক্ত আসামী গাজাখোর ফুল মিয়া (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর রাতে সদর থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় তার বাড়ি থেকে গ্রেফতার করে। সে ২নং পুল বহুলা গ্রামের মৃত সুলতান মিয়ার পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল। শুক্রবার বিকালে তাকে কোর্টের মাঅধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।