চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার ২নং ওয়ার্ডের বড়াইল গ্রামে খাদেম মোঃ হানিফ মিয়ার উদ্যোগে ২ দিন ব্যাপী ১৫তম বার্ষিক খাজা মঈনুদ্দিন চিশতি (রঃ) ওরস মোবারক শুক্রবার সম্পন্ন হয়েছে। গত ৮ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ২ দিনব্যাপী ওরস মোবারক গতকাল শুক্রবার রাতে সম্পন্ন হয়। চুনারুঘাট পৌরসভার ২নং ওয়ার্ডের বড়াইল গ্রামের বাসিন্দা খাদেম মোঃ হানিফ মিয়ার বাসভবনের সামনে প্রতিবছরই খাজা মঈনুদ্দিন চিশতি (রঃ) এর ওরস মোবারক পালন করে আসছেন। খাদেম হানিফ মিয়া জানান, প্রতি বছর বিভিন্ন স্থান হতে আগত অনেক মুরিদান ও আশেকান ভক্তরা উক্ত খাজা মঈনুদ্দিন চিশতি (রঃ) ওরস মোবারকে যোগদান করে থাকে। বৃহস্পতিবার দুপুরে আগত মেহমান ও গরীব দুঃখীদেরকে দাওয়াত খাওয়ানো হয়। পবিত্র ওরস মোবারক উপলক্ষে সারা দিন কোরআন খতম, জিকির আসকার, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ওরস মোবারকের সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন- ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুল হান্নান, উপজেলা শ্রমিক নেতা আলহাজ্ব আব্দুল আউয়াল, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক মিয়া, বিশিষ্ট মুরুব্বি আলাউদ্দিন, মাসুক মিয়া মাস্টার, জাহাঙ্গীর মাষ্টার, সাংবাদিক এস এম সুলতান খান, মোঃ আতাউর রহমান প্রমুখ।