স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের ব্যাবস্থাপনায়, সাইফ পাওয়ারটেক লিঃ এর পৃস্টপোষকতায়, সাইফ পাওয়াটেক লিঃ এর পরিচালক তরফদার মোঃ রুহুল আমিনের সরাসরি তত্বাবধানে শেখ কামাল (প্রস্তাবিত) অনুর্ধ-২০ বিভাগীয় টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে সিলেট বিভাগীয় ফুটবল দল গঠনে হবিগঞ্জ জেলায় সিলেট বিভাগের ৪ জেলার ৩০ জন খেলোয়াড় নিয়ে গত ২০ ফেব্র“য়ারী এক মাস ব্যাপী আবাসিক ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। গতকাল নবম দিনে হবিগঞ্জ জেলা দলে সাথে ক্যাম্পের প্রশিক্ষণরত খেলোয়াড়দের জালাল স্টডিয়ামে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি। উপস্থিত ছিলেন সফিকুজ্জামান হিরাজসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।