স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের দরপত্র নির্বাচন কমিটির বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ উঠেছে। বিষয়টির প্রতিকার চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছে একাধিক ঠিকাদারী প্রতিষ্ঠান। অভিযোগে প্রকাশ, হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের ২০১৮-১৯ অর্থ বছরের ‘এম.এস.আর’ দরপত্রের সকল শর্তাবলী পূরণ পূর্বক যাবতীয় সনদপত্রসহ দরপত্র দাখিল করে জোরাইয়া ইন্টারন্যাশনাল, মেসার্স ফারুক ট্রেডার্স ও মেসার্স মক্কা ট্রেডার্স নামে ৩টি ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্তু দরপত্র নির্বাচন কমিটি তাদের পছন্দের কোন প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে উল্লেখিত ঠিকাদারী প্রতিষ্ঠানের দাখিলকৃত কাগজপত্র সংশ্লিষ্ট কার্যালয় থেকে গোপন করে তাদের দরপত্রগুলো বাতিল করে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য গত ১৪ জানুয়ারী স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক বরাবরে স্ব-স্ব ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধীকারীগন পৃথকভাবে ওই লিখিত অভিযোগ দায়ের করেন।