প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম জেলা দোকান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল রাতে হবিগঞ্জ শহরের নারিকেল হাটায় অনুষ্টিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, আমরা সব সময়ে নিজেদের সুখে, দুঃখে মোতাচ্ছিরুল ইসলামকে পাশে পাই। তাই আগামী ১০ মার্চ অনুষ্টিত নির্বাচনে আমাদের একমাত্র মার্কা আনারস। বক্তার বলেন, গত বছর অতিবর্ষনের ফলে শহর প্রতিরক্ষা বাঁধ যখন ঝুঁকিপুর্ণ অবস্থায় ছিল। তখন মোতাচ্ছিরুল ইসলাম সারা রাত নিরসলভাবে পরিশ্রম করেছেন কিভাবে শহরবাসীকে রক্ষা করা যায়। সেই দিন মোতাচ্ছিরুল ইসলাম নজির সৃষ্টি করেছেন। এতেই বুঝা যায় কে জনগণের প্রকৃত বন্ধু। কে জনগণের কল্যাণে কাজ করে। বক্তারা সবাইকে আনারস প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামনের আনারস মার্কার সর্মথনে গনজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ উন্নয়নের প্রতীকে আনারস মার্কায় তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন।
সভায় চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম বলেন, আমি জনগণের বন্ধু হয়ে এলাকাবাসীর সেবা করে যেতে চাই। সারা জীবন আপনাদের কল্যাণে আমি নিজেকে উৎসর্গ করতে চাই।
তিনি বলেন, আমার স্বপ্ন আধুনিক হবিগঞ্জ। আমি আপনাদের প্রতিশ্র“তি দিচ্ছেন, দাঙ্গা, হাঙ্গামা, সন্ত্রাস, মাদক রোধ ও আধুনিক হবিগঞ্জ গঠনে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করে যাব।