প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলায় লস্করপুর ইউনিয়নে হযবুত তওহীদের কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার আদ্যপাশা গ্রামে ফিতা কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন হেযবুত তওহীদের এমাম ও সন্ত্রাস, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সোসাইটির চেয়ারম্যান হোসানই মোহাম্মদ সেলিম। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মসীহ উর রহমান, কেন্দ্রীয় যুুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন, হবিগঞ্জ জেলা হেযবুত তওহীদ-এর সভাপতি জাহাঙ্গীর আলম, হবিগঞ্জ জেলা হেযবুত তওহীদ এর সাবেক সভাপতি মোঃ শাজাহান প্রধান, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা হেযবুত তওহীদের আইন বিষয়ক সম্পাদক এডঃ এম এ মোত্তালিব, উপস্থাপনা করেন হবিগঞ্জ সদর উপজেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ ইয়ামিন চৌধুরী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ গাজী শাহীদুুল হাসান আইয়ূবী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সোসাইটির চেয়ারম্যান এমাম হোসানই মোহাম্মদ সেলিম বলেন, সমাজকে আরো সুন্দর সমৃদ্ধি করতে তরুন প্রজম্মকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসতে হবে।