স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া গ্রামে ঘরের ছাদ থেকে পড়ে তৈয়ব আলী (৪৫) নামের এক আইনজিবীর সহকারির মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মৃত জমর উদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্র জানায়, গত শনিবার সকালে তৈয়ব আলী নবনির্মিত ঘরের ছাদে উঠেন। এ সময় কাজ করতে গিয়ে অজ্ঞাতবশত মাটিতে পড়ে যায়। পড়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে দুই দিন থাকার পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে আসে। গতকাল সোমবার সকালে সে আবার অসুস্থ্য হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোজ্জামেল হোসেন মৃত ঘোষণা করেন।