স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট রেলওয়ে মহাসড়কের রশিদপুর রেল ক্রসিংয়ের অদূরে এক বৃদ্ধের কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে তার সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য গতকাল সোমবার সকালে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, রবিবার বিকালে স্থানীয় লোকজন রশিদপুর রেলক্রসিং এলাকায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে উল্লেখিত সময়ে মর্গে প্রেরণ করে। ময়না তদন্তের কাজ সম্পন্ন করে গতকালই আঞ্জুমান মফিদুল ইসলামের নিকট লাশ হস্তান্তর করা হয়। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত বৃদ্ধের কোন পরিচয় পাওয়া যায়নি।