স্টাফ রিপোর্টার ॥ চুরি, ডাকাতি ও ছিনতাই রোধ করতে স্বর্ণ ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত ৮টায় শংকর সিটির সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সদর থানার ওসি (তদন্ত) জিয়াউ রহমান, চৌধুরী বাজার ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাস, সাংবাদিক পাবেল খান চৌধুরী, এস এম সুরুজ আলী, জুয়েল চৌধুরী প্রমূখ। বণিক সমিতির সভাপতি সুদীপ কুমার বণিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিশির বণিকের পরিচালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় প্রায় শতাধিক স্বর্ণ ব্যবসায়ী উপস্থিত বক্তব্য রাখেন। সভায় আইনশৃংখলা উন্নয়নসহ দিক নির্দেশনা দেয়া হয়।