সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

জিকে গউছ ও রিংগন সহ বিএনপির ১৪ নেতাকর্মীর জামিন লাভ

  • আপডেট টাইম সোমবার, ৪ মার্চ, ২০১৯
  • ৫৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জামিনে কারামুক্ত হয়েছেন হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব জি কে গউছ। গতকাল রবিবার পৌনে ২টার সময় হবিগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। একই সাথে বিএনপি ও অঙ্গ সংগঠনের আরও ১৩ নেতাকর্মী কারামুক্ত হন। এর আগে গত ২৫ ফেব্র“য়ারি বিচারপতি মোঃ রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন।
এদিকে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ হবিগঞ্জের বিপুল সংখ্যক মানুষ আলহাজ্ব জিকে গউছকে ফুলের মালা দিয়ে বরণ করেন। পরে মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে দলের নেতাকর্মীরা জিকে গউছকে তাঁর বাসভবনে নিয়ে যান।
এরআগে কারা ফটকে উপস্থিত জনতার উদ্দেশ্যে জি কে গউছ বলেন, হবিগঞ্জে যারা ভোট ডাকাতি করেছে তারাই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আওয়ামীলীগের মিথ্যা ও সাজানো মামলায় কারাভোগ করে আইনী লড়াই করেই জামিনে মুক্ত হয়েছি। কিন্তু কারাগারে আমরা ভাল ছিলাম না। ডিভিশন-১ এর বন্দি হিসেবে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা তা আমি পাইনি। আমার আত্মীয়-স্বজনকে আমার সাথে দেখা করার সুযোগ দেয়া হয়নি। দলীয় নেতাকর্মীরাও দেখা করতে পারেনি।
তিনি বলেন, ৩০ ডিসেম্বর ভোটের দিন প্রশাসনের সহযোগিতায় আওয়ামীলীগ কিভাবে ভোট ডাকাতি করেছে তা হবিগঞ্জের মানুষ দেখেছে। হবিগঞ্জ, লাখাই ও শায়েস্তাগঞ্জের প্রত্যেকটি ভোট কেন্দ্র দখল করে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে আওয়ামীলীগ। অথচ উল্টো আমাদের বিরুদ্ধে ভোট কেন্দ্র দখলের অভিযোগে মামলা দেয়া হয়েছে। আমি নাকি একই সাথে ৪টি ভোট কেন্দ্রে হামলা করেছি, আওয়ামীলীগ নেতাকর্মীদের মারপিট করেছি। আওয়ামীলীগের এমন মিথ্যাচারে হবিগঞ্জের মানুষ তাদেরকে ধিক্কার দিচ্ছে। জি কে গউছ বলেন, আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেয়া হচ্ছে। বিনা অপরাধে কারাগারে যেতে হচ্ছে। একাধিকার আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। মহান আল্লাহ পাক যেন আওয়ামীলীগ সরকারের এই জুলুম নির্যাতন সহ্য করার মত শক্তি আমাকে দান করেন, এ জন্য আমি হবিগঞ্জবাসীর দোয়া চাই। আমি হবিগঞ্জবাসীর নিকট এর বিচার চাই।
অপরদিকে আলহাজ্ব জিকে গউছের সাথে গতকাল রবিবার কারামুক্ত হয়েছেন আলহাজ্ব জি কে গউছের ছোট ভাই জি কে গাফফার, বিএনপি নেতা ইউপি মেম্বার ছামিউন বাছিত, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কুহিনুর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক শরীফ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ্ রাজীব আহমেদ রিংগন, জেলা ছাত্রদল নেতা গোলাম মাহবুব, জেলা যুবদল নেতা এমদাদুল হক বাবুল, এনামুল হক এনাম, আফিল উদ্দিন মেম্বার, সুমন, বাবুল মিয়াসহ ১৩ নেতাকর্মী। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন ভোট কেন্দ্র দখল, হামলা ও মারপিটের অভিযোগে জি কে গউছকে প্রধান আসামী করে ৪টি মামলা দায়ের করা হয়। গত ১৮ ফেব্র“য়ারি এই ৪টি মামলায় হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জি কে গউছসহ ১৪ নেতাকর্মীর জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এরআগে এই ৪টি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনে ছিলেন জি কে গউছসহ বিএনপি নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com