স্টাফ রিপোর্টার ॥ ঢাকার কেরানিগঞ্জে যুগান্তর প্রতিনিধিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে প্রেরণ এবং আরও ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, বাপা জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, নাট্যকর্মী অ্যাডভোকেট বিজন বিহারী দাশ, এটিএন বাংলা প্রতিনিধি আব্দুল হালীম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুজ্জামান ভূঁইয়া মামুন, কোষাধ্যক্ষ জিয়া উদ্দিন দুলাল, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া, স্বদেশ বার্তার যুগ্ম সম্পাদক মোঃ মুজিবুর রহমান, জিটিভি প্রতিনিধি মোঃ নূর উদ্দিন, সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম কোহিনুর, যায়যায় দিন প্রতিনিধি নূরুল হক কবির, এশিয়ান টিভি প্রতিনিধি এসএম সুরুজ আলী, এসএ টিভি প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, জুয়েল চৌধুরী, এমএ আজিজ সেলিম, বৈশাখী টিভি প্রতিনিধি মোঃ জুয়েল মিয়া, শাহ জালাল উদ্দিন জুয়েল, জাহাঙ্গীর মিয়া, দৈনিক সংবাদ প্রতিনিধি মোঃ শাহ আলম প্রমূখ। বক্তারা অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত এ মামলা প্রত্যাহারের দাবি জানান।