প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামের সমর্থনে সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল গ্রামের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম বলেন, আমি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করি। আপনারা ১০ মার্চ একদিন আমাকে ভোট নিয়ে যদি নির্বাচিত করেন, আমি আগামী ৫ বছর আপনাদের এলাকার সার্বিক উন্নয়ন ও সেবা করে যাব। তিনি বলেন, অবহেলিত হবিগঞ্জ সদর উপজেলার পরিষদে অনেকেই নির্বাচিত হয়েছেন বহুবার। কিন্তু চোঁখে পড়ার মতো কোন উন্নয়ন হয়নি। এখন সময় এসেছে উন্নয়নের পক্ষে রায় দেয়ার। জনতার চেয়ারম্যান নির্বাচিত করার। সভায় গন্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও এলাকার যুবসমাজ উপস্থিত ছিলেন।