নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বোয়ালজোর গ্রামে কয়েক যুগের বিরোধ নিষ্পত্তি হয়েছে। খুন খারাবি মামলা হামলাসহ বিভিন্ন উত্তেজনা মূলক পরিস্থিতির অবশেষে অবসান ঘটলো। দীর্ঘদিন পর এলাকার জনমনে শান্তির বাতাশ বইছে। শুক্রবার সকালে উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজোর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল গাফ্ফার শাহীনের মধ্যস্থতায় তার বাড়িতে এক বৈঠকে উভয় পক্ষের লোকজনের সমন্বয়ে কয়েকটি ইউনিয়নের প্রায় ২৮ গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সামাজিক বিচারের মাধ্যমে উক্ত বিরোধ নিষ্পত্তি হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দীঘলবাক ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রশিদ, ইউপি সদস্য ফখরুল ইসলাম জুয়েল, বিশিষ্ট মুরুব্বি সামছুল আলম কনা মাস্টার, কনর মিয়া, কাছন মিয়া, কাহার মিয়া, দুদু মিয়া চৌধুরী, হাজী ইয়াওর মিয়া, আজিজুল ইসলাম, হাজী মানিক মিয়া, হাজী আব্দুল কাদির, হাজী শফিক মিয়া, কমরুজ্জামান, আতাউর রহমান, ছইল মিয়া, কালিছ মিয়া, সুফন মিয়া, সংজয় চক্রবর্তী, নিপেন্দ্র কর্মকার, বোয়ালজোর গ্রামের হাজী মোস্তফা মিয়া, হাজী এলাইছ মিয়া, মোব্বাশির মিয়া, মনিরুজ্জামানসহ দীঘলবাক ইউনিয়ন তথা অত্র এলাকার প্রায় ২৮টি গ্রামের বিশিষ্ট বক্তিবর্গ।
উল্লেখ্য, উপজেলার বোয়ালজোর গ্রামের প্রয়াত গিয়াস মিয়া গং ও এনামুল মিয়া গংদের মাঝে কয়েক যুগ ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে উক্ত গ্রামে বিভিন্ন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ও হামলা পাল্টা হামলায় হতাহতের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে উক্ত গ্রাম তথা এলাকায় আতংক বিরাজ করে। এই সৃষ্ট বিরোধ নিরসনে যুক্তরাজ্য থেকে স্বদেশে ফিরে এসে গ্রাম তথা এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে বোয়ালজোর গ্রামের মোহাম্মদ আব্দুল গাফ্ফার শাহীন আপ্রান চেষ্টা করে সামাজিক শালিস বিচারের উল্লেখিত ঘটনার নিষ্পত্তি ঘটে।