স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আউশপাড়া গ্রাম থেকে সোহেল মিয়া (৩০) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। সে সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের মজলিশপুর গ্রামের দরবেশ আলীর পুত্র। পুলিশ তার জানায়, তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল।