স্টাফ রিপোর্টার ॥ আমরা ভোটার হব ভোট দেব এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল ইসলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোঃ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার অ্যাডভোকেট মোহম্মদ আলী পাঠান, সাংবাদিক আলমগীর খান সাদেক প্রমূখ। এছাড়াও সভায় সরকারী কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহন করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সুষ্টু শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের প্রস্তুতি নেয়া হচ্ছে। আশাকরি সকলের সহযোগিতায় সুষ্টু ও শান্তিপূর্ণ ভাবে উপজেলা নির্বাচন সম্পাদন করা হবে। জেলা প্রশাসক আরো বলেন, ভোটার তালিকা তৈরী করার সময় নতুন ভোটার নাম, তার পিতা ও মাতার নাম সঠিক ভাবে লিখতে হবে। তালিকা তৈরীকালে ভুল করলে পরবর্তীতে অনেকটা জঠিলতার মধ্যে ভোটারদের পড়তে হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন হবিগঞ্জ জেলা ও হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিস।