আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় গতকাল ১ লা মার্চ সারা দেশের ন্যায় প্রথম বারের মতো জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। “ভোটার হব, ‘ভোট দিব” ওই শ্লোগানকে সামনে রেখে সকাল ১১টায় একটি র্যালি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে কালাউক বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ হোসেন খাঁন, লাখাই পল্লী বিদুৎতের এজি এম মোঃ রোখন উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার দে, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম রায়, ওসি তদন্ত অজয় দেব, সাংবাদিক আলী নেয়াজ, ডাক্তার বাহার উদ্দিন, মুক্তিযোদ্ধা গাজী শাহাজাহান চিশতী ও শিক্ষক দেবাশীষ আচার্য্য প্রমূখ।