প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম এর আনারস মার্কার সমর্থনে তেঘরিয়া ইউনিয়নের নদীর পাড়ে এক পরামর্শ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল রাতে অনুষ্টিত সভায় চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম বলেন, উপজেলা শুরুর পর থেকেই শহরতলীর নিকবর্তী তেঘরিয়াবাসী উন্নয়ন বঞ্চিত রয়েছে। সমসাময়িক উন্নয়ন এই এলাকায় হয়নি। তাই আমি আপনাদের প্রতিশ্র“তি দিচ্ছি যদি আপনাদের মূল্যবান ভোটে আমি নির্বাচিত হই অবশ্যই গুরুত্বসহকারে এই এলাকার উন্নয়ন কর্মকান্ড করব।
তিনি বলেন, আমি তেঘরিয়াবাসীকে নিয়ে স্বপ্ন দেখি, আপনাদের সন্তান হিসাবে নির্বাচনে প্রার্থী হয়েছি, আমার বিশ্বাস আমাকে ফিরিয়ে দিবেন না। এ সময় উপস্থিত এলাকাবাসী মোতাচ্ছিরুল ইসলামের আনারস মার্কাকে সমর্থন করে ১০ মার্চ তাকে ভোট প্রদানের প্রতিশ্র“তি দেন। সভায় স্থানীয় গন্যমান্য মুরুব্বিয়ান, এলাকার যুব সমাজ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।