স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বড় বহুলা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে হবিগঞ্জ সদর থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হল, বড় বহুলা এলাকার মৃত নিম্বর আলীর পুত্র রহমত আলী (৪০) ও আম্বর আলীর পুত্র সেলিম মিয়া (৩৫)। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।