প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরতলীর মজলিসপুর গ্রামে ভাইস চেয়ারম্যান পদে মাহবুবুর রহমান আউয়ালের সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে মজলিসপুর গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশিষ্ট মুরুব্বি শরীফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে টিউবওয়েল প্রতীকে আবারো আউয়ালকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন মজলিসপুর এলাকাবাসী। সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরুব্বী ফজল মিয়া, উসমান গণি চৌধুরী, আমিনুল ইসলাম ফঠিক, দুদু মিয়া, সালাউদ্দিন মিয়া, আনিছুর রহমান মানিক মিয়াসহ আরো অনেকে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ কুতুব উদ্দিন শামীম, অলিউর রহমান, শাহীন মিয়া, এমরান আহমেদসহ নেতৃবৃন্দ। উক্ত নির্বাচনী সভায় বক্তারা আউয়ালকে নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, মাহবুবুর রহমান আউয়াল সবসময় আমাদের পাশে থেকেছেন। এর পূর্বে কোন ভাইস চেয়ারম্যানকে আমাদের পাশে পাইনি। তাই টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে আবারো আউয়ালকে হবিগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত করব। এ সময় ভোটারদের উদ্দেশ্যে মাহবুবুর রহমান আউয়াল বলেন, ভাইস চেয়ারম্যানের সীমিত বরাদ্দের মধ্যেও আমি আপনাদের পাশে থেকেছি। তাই আবারো আমাকে টিউবওয়েল প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, মাহমুদুর রহমান লিচু মিয়া।