প্রেস বিজ্ঞপ্তি ॥ এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হল রুমা মোদকের নাট্যগ্রন্থ ‘অন্তর্গত’। দেশ পাবলিকেশন্স এর পুরষ্কারপ্রাপ্ত পান্ডুলিপি হিসেবে বইটি প্রকাশিত হয়েছে। বইটি প্রসঙ্গে লেখক বলেন, “এইকালে আমি আমরা সবাই রাজনীতির ক্রীড়ানক। কখনো বিশ্বমোড়লের জাদুকরী ইশারায়, কখনো নিজেদের অজ্ঞান অশিক্ষা কিংবা লোভের ফাঁক গলে আমরা হয়ে উঠি রাজনীতির পুতুল। যার অদৃশ্য সুতোর নিয়ন্ত্রণ হয়তো অন্য কারো হাতে। কিন্তু সোকল্ড উচ্চাকাংখার ফাঁদে আমরা একেকজন মুখে আদর্শের বুলি আওরানো হিপোক্রেট। ‘অন্তর্গত’ সেই রাজনীতি আর হিপোক্রেসির কথা বলে। পুরাণ কিংবা সমকাল, হিপোক্রেট রাজনীতির অসহায় শিকার নারী। তাঁর প্রাকৃতিক গঠন আর সামাজিক অবস্থানের কারণে। আধিপত্যকালে নারীই সহজলভ্য হরিণী, সুযোগ সন্ধানী ব্যাধের তীরের অব্যর্থ লক্ষ্য। বইটির প্রচ্ছদ করেছেন ধ্র“ব এষ। পাওয়া যাচ্ছে দেশ পাবলিকেশন্স এর-৩৮৮-৩৮৯ নং স্টলে।
এছাড়াও এ যাবতকালে রুমা মোদকের প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে গল্পগ্রন্থ ‘ব্যবচ্ছেদের গল্পগুলো’, ‘প্রসঙ্গটি বিব্রতকর’, ‘গোল’ ইত্যাদি।