স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বসুন্ধরা ইলেক্ট্রনিক্স দোকানের সামনে থেকে বিপুল পরিমান গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাজা উদ্ধার করা হয়।
তারা হল, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আড়াই বাড়ি গ্রামের মৃত ফিরোজ মিয়ার পুত্র কদ্দুছ মিয়া (২৫), একই উপজেলার ছায়েদাবাদ গ্রামের রিনা কুটি গ্রামের আব্দুল মালেকের পুত্র ইব্রাহিম মিয়া (২৬)। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী শায়েস্তাগঞ্জ রেল স্টেশন এলাকায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।