মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ আগামী ১০ মার্চ অনুষ্টিত হতে যাচ্ছে নবীগঞ্জ উপজেলা নির্বাচন। কে হচ্ছেন নবীগঞ্জ উপজেলার আগামী অভিবাবক এ নিয়ে সারা উপজেলা জুড়ে চলছে চুল চেড়া বিশেষণ। শহর, পাড়া, মহলা মুখরিত আগামী উপজেলা নির্বাচনের প্রার্থীদের আমলনামা নিয়ে করছেন আলোচনা সমালোচনা। নির্বাচনে এখন ১৩দিন বাকী থাকলেও প্রার্থীরা নিঘুম প্রচার প্রচারনায় ব্যস্ত রয়েছেন। দুুুয়েক জন প্রার্থীকে রাত ১ থেকে ২টা পর্যন্ত প্রচারণা করতে দেখা গেছে। শহর ও অলি গলী পোষ্টার পেষ্টুনে চেয়ে গেছে। সর্বত্র শুধু পোষ্টার আর পোস্টার, আর একটু পর পরই মাইকের আওয়াজ, ভোট প্রার্থনা। প্রচার প্রচারনায় পিছেয়ে নেই অন্যান্য প্রার্থী ও ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যানের পদে লড়াই করছেন ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী (নৌকা), সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম (ঘোড়), সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই (কাপ প্লেইড), সাবেক উপজেলা চেয়ারম্যানের গোলাম সারোয়ার হাদী গাজীর স্ত্রী খালেদা সারোয়ার (দোয়াত কলম) ও হায়দার আলী (লাঙ্গল)। এডঃ আলমগীর চৌধুরী তিনি বর্তমান উপজেলা চেয়ারম্যানের গত উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী হয়ে বিএনপির মনোনিত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী সেফুকে বিশাল ব্যবধানে পরাজিত করে জয়লাভ করেন। ভাইস চেয়ারম্যান পদে লড়াইয়ে নেমেছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গতি গবিন্দ্র দাশ (তালা), উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল (টিউবওয়েল), উপজেলা জাতীয় পাটির সভাপতি ডাঃ আবুল খয়ের (উড়োজাহাজ), জাতীয় পার্টির মুরাদ আহমেদ (লাঙ্গল), আবু ইউসুফ (চশমা), আবু সালেহ (মিনার), মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলেজ শিক্ষিকা নাজমা বেগম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সইফা রহমান কাকলী। কে হচ্ছেন নবীগঞ্জ উপজেলার অভিবাবক তার জন্য অপেক্ষা করতে হবে ১০ মার্চ পর্যন্ত। নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলার ভোট ভোটার সংখ্যা হলো ২ লাখ ৩৬ হাজার ২৭০ জন। এর মধ্যে পুরুষ ১লাখ ৫৮ হাজার ৮৭, মহিলা ১ লাখ ২০ হাজার ৩৮৩জন।