প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম বলেছেন, সমাজের আর্থসামাজিক উন্নয়নের জন্য নারীদের ভূমিকা রয়েছে। তাই যোগ্যতা ও দক্ষতা দেখে আগামী ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচেন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। তিনি বলেন, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে আপনারা চিন্তা করবেন। যদি নিজের সন্তান হিসাবে যোগ্য প্রার্থী মনে করেন তাহলে আনারস প্রতীকে আমাকে ভোট দিবেন। আমি জনগণের দোয়া আর ভালবাসা নিয়ে পথ চলতে চাই।
গতকাল বিকালে হবিগঞ্জ শহরের মাছুলিয়া এলাকায় নির্বাচনীয় পথ সভায় চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম এসব কথা বলেন। সভায় এলাকার বিশিষ্ট মুরুব্বিয়ানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।