প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আহমুদুল হক ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি গতকাল রবিবার রিচি ইউনিয়নের তৈতখাই, নছতপুর, মির্জাপুর গ্রামের গণসংযোগ করেন। এছাড়াও রাজিউয়া ইউনিয়নে গণসংযোগ ও কর্মীসভা করেন। গণসংযোগকালে তিনি বলেন-উপজেলা প্রতিষ্ঠার পর থেকে উপজেলাবাসী আমাকে ৪ বার নির্বাচিত করেছেন। এ জন্য আমি উপজেলাবাসীর প্রতি কৃজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আশাবাদী এবারও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে উপজেলাবাসী আমাকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করবেন। এ সময় তিনি সকলের দোয়া, আশির্বাদ, সার্বিক সহযোগিতা ও ঘোড়া মার্কায় ভোট কামনা করেন। তিনি আরো বলেন-মৃত্যুর আগ পর্যন্ত উপজেলাবাসীর কল্যাণে কাজ করে যেতে চাই। গণসংযোগকালে এলাকাবাসীর পক্ষ থেকে সৈয়দ আহমদুল হককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া গণসংযোগকালে এলাকাবাসীরা বলেন-উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক হবিগঞ্জবাসীর প্রিয় মানুষ। তাকেই উপজেলার চেয়ারে মানায়। তাই দল মতের উর্ধ্বে উঠে ঘোড়া প্রতিকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার প্রত্যয়ব্যক্ত করেন। সৈয়দ আহমদুল হকের পক্ষে তার ছেলে পৈল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফ-লুকড়া ইউনিয়নের কাকুড়াকান্দি, গজারিয়াকান্দি ও চাঁনপুর গ্রামে গণসংযোগ করেন। এ সময় তিনি তার বাবার ঘোড়া প্রতিকে ভোট প্রার্থনা করেন।