স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আধুনিক স্টেডিয়াম এলাকায় আমোদ ফুর্তি করার সময় কলেজ ছাত্র ও ছাত্রীকে আটক করেছে পুলিশ। তবে তারা পুলিশকে স্বামী স্ত্রী বললেও কোন কাগজপত্র দেখাতে পারেনি। আটককৃতরা হল, নবীগঞ্জ উপজেলার তানভীর আহমেদ শুভ (২০) ও আছিবা আক্তার (১৯)। তারা উভয়ই নবীগঞ্জ ডিগ্রী কলেজের বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী। তারা সম্প্রতি শহরের চৌধুরী বাজার বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে। গতকাল বুধবার বিকালে আছিবা ও তানভীর নতুন স্টেডিয়াম এলাকায় ঘুরতে যায়। এক পর্যায়ে একটি কুপের মাঝে তারা বসে আমোদ ফুর্তি করে।
স্থানীয় লোকজন পুলিশকে জানালে সদর থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বামী-স্ত্রী বলে দাবী করে। কিন্তু কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
ওসি জানান, সম্প্রতি শহরের হাসপাতাল, দুর্জয় স্মৃতি সৌধ, নিউ ফিল্ড মাঠ ও নতুন স্টেডিয়ামসহ বিভিন্ন নির্জন স্থানে স্কুল কলেজের শিক্ষার্থীরা ক্লাস ফাকি দিয়ে আমোদ ফুর্তি করে। বিষয়টি পুলিশের নজরে আসে। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালায়। তিনি আরও জানান, এই অভিযান নিয়মিতভাবে চলবে। ওসি মুহাম্মদ সহিদুর রহমান জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৈধ কাগজপত্র কিংবা পিতা-মাতা আসলে মুচলেকা রেখে ছেড়ে দেয়া যেতে পারে। নতুবা আইনগত ব্যবস্থা নেয়া হবে।