নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলার পৃথক-পৃথক স্থানে সংঘর্ষে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায় গতকাল শনিবার নবীগঞ্জ উপজেলার রিপাতপুর গ্রামের মৃত সরফরাজ মিয়া’র পুত্র তাজুদ মিয়া (৩৫), নবীগঞ্জ উপজেলার লক্ষিপুর গ্রামের সমর আলী’র পুত্র হালিমা বেগম (২), নবীগঞ্জ আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজার এর জালালপুর গ্রামের ইন্তাজ মিয়া’র ছেলে তাজ উদ্দিন (৪০), নবীগঞ্জ পৌর এলাকা ৯নং ওয়ার্ড পূর্ব তিমিরপুর গ্রামের আঃ নুর মিয়া’র স্ত্রী আবিদা বেগম (৪০), নবীগঞ্জ ওসমানী রোড এর সাহেদ মিয়া’র স্ত্রী চাম্পা বেগম (৩৮), নবীগঞ্জ রাজনগর গ্রামের ইউসুফ আলী’র ছেলে আজমল আলী (৩২), নবীগঞ্জ জালালসাপ, রতনপুর গ্রামের শরিফ উদ্দিন এর পুত্র তারেক মিয়া (১৭), নবীগঞ্জ পৌর এলাকা ছালামতপুর গ্রামের কানু মিয়া’র স্ত্রী শাহেদা বেগম (৩৭) আহত হয়। আহতদের স্থানীয় জনতা উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।