নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ এক বছরের সাজাপ্রাপ্ত আসামী ছাতির মিয়া (৩৪) কে গ্রেফতার করেছে। গ্রেফতাকৃত ছাতির উপজেলার বোয়জোর গ্রামের আব্দুস ছোবহান এর পুত্র। গতকাল বুধবার সন্ধায় ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন, এএসআই অনিক হোসেন, এএসআই রুবেল হোসেনসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালজোর এলাকা থেকে ছাতির মিয়াকে গ্রেফতার করে।
পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ছাতির মিয়া এক বছরের সাজাপ্রাপ্ত ও ১ হাজার টাকা অর্থদন্ডসহ তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে বিভিন্ন ধারায় ৬টি জিআর মামলা রয়েছে। এক বছর ধরে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।