স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে সোমবার রাতে গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক আয়মনা বিবি উপজেলার বক্তারপুর পশ্চিমপাড়ার আব্দুল হামিদের স্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমান জানান, আটক আয়মনা বিবি দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বানিয়াচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ ব্যাপারে মাদক দ্রব্য অধিদপ্তরের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।