প্রেস বিজ্ঞপ্তি ॥ বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষে উপজেলার নাদামপুর নাজির আলীর বাস ভবনে কমিটির জেলা শাখার সভাপতি ডাঃ কাজল নাথের সভাপতিত্বে ও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ জাহির আলীর পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অথিতি ছিলেন কমিটির জেলা শাখার সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আয়কর আইন জীবি শেখ শাহনুর আলম চৌধুরী ছানু। বিশেষ অতিথি সুহেল রানা, মেনন আহমেদ। এ সময় সর্বসম্মতিক্রমে মোঃ তারেক আহমেদকে আহ্বায়ক, আব্দুল হাই ও দুলু মিয়াকে যুগ্ম আহ্বায়ক, ইসফাক চৌধুরী সদস্য, ছামিউল জামান, মোঃ আব্দুর রব, শাহ সিদ্দিকুর রহমান, আলাল মিয়া, আঃ কাদির, মো. একিন উদ্দিন, ইকবাল মিয়া, মুদ্দত মিয়া, আঃ সালাম, গোলাম রাজ্জাক, ছনর মিয়া, সোহেল মিয়া, মজন আলী, আঃ হক, আব্দুর সত্তর, মুজাম্মিল মিয়াকে সদস্য করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।