কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা মিলনায়তনে শেষ হয়েছে তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ। বুুধবার বিকেলে বাংলাদেশ প্রেস ইনিস্টিটিউট এর আয়োজনে এ প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি’র পরিচালক মো. ইলিয়াস ভুঁইয়া। শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সভাপতি এএসএম আজাদুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পিআইবি সমন্বয়কারী পারভীন এস রাব্বি, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট (ইমজা) মৌলভীবাজারের সহ-সভাপতি আহমেদ ফারুক মিল্লাদ, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, দ্বারিকাপাল মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী প্রমুখ। পরে প্রশিক্ষনে অংশগ্রহনকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এর আগে গত ১১ জানুয়ারী সোমবার এই প্রশিক্ষণ শুরু হয়।