স্টাফ রিপোর্টার ॥ আজ ১৪ই ফেব্র“য়ারী ‘বিশ্ব ভালবাসা দিবসে হবিগঞ্জের দর্শক নন্দিত ‘এয়ারলিংক ক্যাবল নেটওয়ার্ক লিঃ’ এবং আমেরিকা ও কানাডা ভিত্তিক স্যাটেলাইট টিভি চ্যানেল মীম টিভি ইউএসএ-তে সাংবাদিক আখলাছ আহমেদ প্রিয়’র পরিচালিত নাটক ‘ত্রিভূজ প্রেম’। নাটকটি আজ রাত সাড়ে ৮টায় হবিগঞ্জের দর্শক নন্দিত স্বনামধন্য ক্যাবল অপারেটর ‘এয়ারলিংক ক্যাবল নেটওয়ার্ক লিঃ”-এ প্রচারিত হবে এবং একই দিন মীম টিভি ইউএসএ-তে বাংলাদেশ সময় বিকেল ৪ টায় ও সন্ধ্যা ৭ টায় নাটকটি প্রচারিত হবে। শাহ মোঃ আলমগীর সোহাগ-এর প্রযোজনায় ও মীম টিভি ইউএসএ-এর পরিবেশনায় চা-এর রাজধানী খ্যাত শ্রীমঙ্গলের বিভিন্ন মনোরম প্রাকৃতিক লোকেশনে সম্প্রতি নাটকটি চিত্রায়িত হয়। এতে অভিনয় করেছেন, সাংবাদিক আখলাছ আহমেদ প্রিয়, আমির খান, নিলীমা লিমা, কৌতুক অভিনেতা আক্তার হোসেন, এম দুলাল, এম জাহাঙ্গীর আলম, তানভীর ও জাহাঙ্গীর। উল্লেখ্য, সাংবাদিক আখলাছ আহমেদ প্রিয় দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এর দায়িত্ব পালনের পাশাপাশি একজন ভাল মানের অভিনয় শিল্পী হিসেবে নিজেকে গড়ে তুলতে চান। ইতিপূর্বে তিনি কয়েকটি মঞ্চ নাটক, স্থানীয়ভাবে নির্মিত একাধিক নাটক, টেলিফিল্ম ও শর্ট ফিল্মসহ মিউজিক ভিডিওতে কাজ করেছেন। নিজের রচনায় ও পরিচালনায় নাটক ‘ত্রিভুজ প্রেম’-এর মাধ্যমে তিনি নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে চান।