প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী হেলাল আহমেদ এর পিতা আবুল হোসেন মাস্টার ও নাজমুল মোস্তফা সুগীতের পিতা মোস্তফা হোসেন-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হবিগঞ্জের বিভিন্ন সংগঠন। উভয়ের মৃত্যুতে সংবাদপত্রে প্রেরিত এক শোকবার্তায় স্বাক্ষর করেন তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি জেলা শাখার সদস্য সচিব নূরুল হূদা চৌধুরী শিবলী, বাংলাদেশে কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা সমন্বয়ক কমরেড অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, জেলা বাসদ নেতা কমরেড হুমায়ূন খান, সাহিত্য ও সংবাদকর্মী সিদ্দিকী হারুন প্রমুখ। বিবৃতিদাতারা শোক সন্তপ্ত উভয় পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ও প্রয়াতদের আত্মার শান্তি কামনা করেন।