নবীগঞ্জ প্রতিনিধি ॥ ছাত্র-ছাত্রীদের জন্য নিরাপদ সড়ক চাই ও তাদেরকে সচেতন করে তোলার জন্য নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসায় সড়ক দুর্ঘটনা নিয়ে সচিত্র প্রতিবেদন, কুইজ ও নাটিকা এবং অভিনয়ের মাধ্যমে সড়ক দূর্ঘনার বাস্তব শিক্ষণীয় চিত্র ব্র্যাকের মাধ্যমে গত দুদিন তুলে ধরা হয়েছে। ‘নিরাপদ সড়ক আমাদের অধিকার, বাস্তবায়নে চাই অঙ্গীকার’ এই শ্লোগান কে সামনে রেখে নবীগঞ্জ উপজেলায় গত বৃহস্পতিবার গোপলার বাজার উচ্চ বিদ্যালয় ও বুধবার রুস্তমপুর ন-মৌজা সিনিয়র দাখিল মাদ্রাসায় সচিত্র প্রতিবেদন, কুইজ ও নাটিকা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোস্তাকিম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্র্যাকের নিরাপদ সড়ক চাই প্রকল্পের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জি এম সুমন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম এ আহমদ আজাদ, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শৈলেন্দ্র দেবনাথ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন আহমদ। এছাড়া আরো বক্তব্য রাখেন শিক্ষক জুয়েদ আহমদ, সাজ্জাদুর রহমান, আব্দুল আহাদ, সমশের উদ্দিন প্রমুখ।
গত বুধবার রুস্তমপুর ন-মৌজা সিনিয়র দাখিল মাদ্রাসায় প্রতিযোগিতায় সেরা ১০ জনের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা সাজ্জাদুর রহমান ও সহকারী শিক্ষক মাওলানা লোকমান আহমদ খানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্র্যাকের নিরাপদ সড়ক চাই প্রকল্পের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জি এম সুমন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম এ আহমদ আজাদ।